logo

শিরোনাম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জোরপূর্বক প্রবাসীর বাড়ি দখলের পায়তারা, থানায় অভিযোগ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ জুলাই, ২০২৩ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ প্রতিনিধি

আদনান সাদঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের ইংল্যান্ড প্রবাসী হারুন অর রশীদের বাড়ি জোরপূর্বক দখল করে ঘর তোলার চেষ্টা করেছে প্রতিবেশী স্বপন চন্দ্র দে, তপন চন্দ্র দে ও রতন চন্দ্র গং।

 

এই দুই পরিবারের মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন মামলা চলার পর আদালত রায় দিয়েছে যার যার বাড়ি দলিল অনুযায়ী তারা জায়গা মেপে বুঝে নিবে। বাড়ি মাপার ব্যাপারে প্রবাসী হারুন অর রশীদ কয়েকবার স্থানীয় চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উদ্যোগে মাপতে চাইলেও প্রতিবেশী পরিবার সময় দেয়া নিয়ে টালবাহানা করে আসছে।

 

গত ২৩ জুন স্বপন গং হারুন অর রশীদের খালি বাড়ির সীমানায় ঢুকে অনেক গাছপালা কেটে ফেলে এবং কাউকে কিছু না জানিয়ে অবৈধভাবে ঘর তোলার চেষ্টা করে।

 

এই বাড়ির তত্ত্বাবধায়ক দিল মোহাম্মদ দেওয়ান এই কাজে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে ও গায়ে হাত তোলার চেষ্টা করে। তাঁকে বলে, আমরা হিন্দু, আইন আমাদের পক্ষে থাকবে, আমাদেরকে ঘর তোলার কাজে বাধা দিলে আমরা সংখ্যালঘু নির্যাতনের মামলা করবো।

 

অথচ হারুন অর রশীদ তাঁর নিজ বাড়িতেই হিন্দু পরিবারকে থাকার জায়গা দিয়ে রেখেছেন।

 

এই বিষয়ে বাড়ির তত্ত্বাবধায়ক দিল মোহাম্মদ দেওয়ান গত ২৬ জুন সিরাজদিখান থানায় একটি সাধারণ ডায়েরি করে। যার ডায়েরি নম্বর ১১৪৮।

 

এই বিষয়ে অভিযুক্ত স্বপন দে বলেন, জায়গাটি আমার, আমি অন্যের জায়াগায় কিছু করছি না।

এ বিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. আজগর হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নিউজ ভিউ 1035