logo

শিরোনাম

মুন্সীগঞ্জে "সময়ের আলো" পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ মার্চ, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ সংবাদদাতা

তুষার আহম্মেদঃ মুন্সীগঞ্জে দৈনিক সময়ের আলোর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন মিলনায়তনে বিকেল ৫টার দিকে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

 

দৈনিক সময়ের আলোর মন্সীগঞ্জ জেলা প্রতিনিধি জুয়েল রানার সার্বিক ব্যবস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সদর উপজেলার শিলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম লিটন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহম্মেদ দীপু, রাসেল মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক মামুনূর রশীদ খোকা, সাবেক কোষাধ্যক্ষ চাকলাদার তানজিল হাসান, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কার্যকরী কমিটির সহ-সভাপতি গোলজার হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ রতন, কোষাধ্যক্ষ সেতু ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুমন ইসলাম, ক্রীড়া সম্পপাদক সুজন পাইক, আইটি সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাদিম হোসাইন, সাংবাদিক সাংবাদিক মঈনউদ্দিন সুমন, হাসান জুয়েল,আরাফাত রহমান সাকিব, ফরহাদ মিয়া, আরাফত রহমান বাবু।  

 

আরো উপস্থিত ছিলেন, কবি ও প্রাবন্ধিক অনু ইসলাম,  শহর যুবলীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল, মুন্সীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সাজ্জাদ হোসন সাগর,শহর ছাত্রলীগের সভাপতি নছিবুল ইসলাম,সরকারী হরগঙ্গা কলেজের ছাত্রলীগের সভাপতি নিবির আহম্মেদ,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া, যুবলীগ নেতা সোহেল আরমান, ব্যবসায়ী শরীফ খন্দকার প্রমূখ।

  • নিউজ ভিউ 12708