logo

শিরোনাম

মুন্সীগঞ্জের পঞ্চসারে পিস্তলসহ পিচ্ছি রিফার গ্রেফতার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৭ আগস্ট, ২০২২ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জের পঞ্চসারে পিস্তলসহ পিচ্ছি রিফার গ্রেফতার

তুষার আহাম্মেদ -  মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে পিস্তল সহ পিচ্ছি রিফাত সারেং (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা ডিবি পুলিশ। শনিবার রাতে ডিবি পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চসার ইউনিয়নের মিরেরশ্বর এলাকার শাহজাহানের বসত ঘরের ভিতর থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।  
তথ্যসূত্রের জানা যায়, পিচ্ছি রিফাত প্রায়ই নিজগ্রামে কোমরে পিস্তলসহ ঘোরাফেরা করতো এবং বিভিন্ন মানুষদের হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতো। পঞ্চসার ইউনিয়ননের নির্বাচনে ১ নং ওয়ার্ডের কমিশনার রুবেল সরদারের ছোট ভাই রসিকে পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করে ভয়-ভীতি প্রদর্শন করে। রছি এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।  
গ্রেফতারকৃত পিচ্ছি রিফাত সারেং মিরেরশ্বর এলাকার শাহজাহান সারেংয়ের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ আবুল কালাম আজাদ পিপিএম বলেন, পিস্তলটিতে মেইড ইন চায়না খোদাই করা ছিল। প্রকৃতপক্ষে এটি দেশিয়ভাবে লেইদে তৈরী করা। আসামীর বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

  • নিউজ ভিউ 49176