
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
নিজিস্ব প্রতিনিধি :
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার রিকাবিবাজার এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উত্তম বণিক স্টোরে দেখা যায়, জর্দার রঙের নামে নন-ফুডগ্রেড রঙ বিক্রি করা হচ্ছে এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না।
এছাড়া, হাজী বিরিয়ানি হাউসে অভিযান পরিচালনার সময় দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিরিয়ানি, রোস্টসহ বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছে।
এ অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ হাওলাদারকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়, এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।