logo

শিরোনাম

প্রকৃতি ও ফুল ফুলের নাম কাঠগোলাপ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ অক্টোবর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
প্রকৃতি ও ফুল ফুলের নাম কাঠগোলাপ

মাহবুব আলম জয় :
প্রকৃতির স্নিগ্ধতা ও সৌন্দর্যের অনন্য প্রতীক কাঠগোলাপ। এর কোমল সাদা পাপড়ি, হলুদাভ মাঝখান আর মিষ্টি সুবাস আমাদের মনকে প্রশান্ত করে।

photo

গ্রাম থেকে শহরসব জায়গায়ই কাঠগোলাপ তার সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে।

কাঠগোলাপের বৈজ্ঞানিক নাম চষঁসবৎরধ ধষনধ। এটি অ্যাপোসিনেসি (অঢ়ড়পুহধপবধব) পরিবারের উদ্ভিদ। গ্রীষ্মপ্রধান অঞ্চলে এ গাছ সহজে জন্মে এবং সারাবছরই ফুল ফোটে। সাধারণত কাঠগোলাপের ফুল সাদা হলেও হলুদ, লালচে বা গোলাপি রঙেরও পাওয়া যায়। তবে আমাদের দেশে সাদা কাঠগোলাপই সবচেয়ে বেশি দেখা যায়।

কাঠগোলাপ শুধু সৌন্দর্য নয়, ধর্মীয় ও সামাজিক সংস্কৃতিরও একটি অংশ। অনেক ধর্মীয় অনুষ্ঠানে এ ফুলের ব্যবহার দেখা যায়। কবরস্থানেও কাঠগোলাপ গাছ লাগানোর প্রচলন আছে, কারণ এটি শান্তি ও পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

এর আরেকটি বিশেষত্ব হলো এর গন্ধ। কাঠগোলাপের ফুলে কোমল, কিন্তু স্থায়ী সুবাস রয়েছে যা চারপাশকে মোহিত করে রাখে। গাছটি সাধারণত মাঝারি আকারের হয় এবং এর কাঠ নরম। পাতাগুলো লম্বা ও সবুজাভ।
পরিবেশ কর্মি মেহেদি হাসান হিমেল  বলেন, কাঠগোলাপ শুধু সৌন্দর্য নয়, বরং পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। এর সবুজ পাতা বাতাসকে বিশুদ্ধ করে, আবার এর ফুল মানুষের মনে এনে দেয় প্রশান্তি। শহরে যদি প্রতিটি পাড়া-মহল্লায় অন্তত একটি কাঠগোলাপ গাছ লাগানো যায়, তবে আমরা যেমন পরিবেশ রক্ষা করতে পারব, তেমনি মানসিক শান্তিও পাবো।

 

_ লেখক সভাপতি,সবুজ কুঁড়ি বাংলাদেশ

  • নিউজ ভিউ 657