জাহাঙ্গীর আলম :
“আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
০৮ অক্টোবর (বুধবার) দিবসের শুরুতে কালেক্টরেট প্রাঙ্গণে কন্যা শিশুদের সঙ্গে নিয়ে রঙ-বেরঙের বেলুন উড়িয়ে উৎসবমুখর পরিবেশে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে হলে কন্যা শিশুদের প্রতি অবহেলা না করে সমঅধিকার ও সুযোগের নিশ্চয়তা দিতে হবে— যার সূচনা হতে হবে পরিবার থেকেই। সমাজের সব স্তরে কন্যা শিশুদের শিক্ষার পাশাপাশি ক্ষমতায়ন নিশ্চিত করলেই তারা সাহস ও স্বপ্ন নিয়ে দেশের কল্যাণে কাজ করতে পারবে।
বক্তারা আশা প্রকাশ করেন, কন্যা শিশুরা একদিন তাদের মেধা, মনন ও দৃঢ়তার মাধ্যমে গড়ে তুলবে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ।