নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের একজন বীমাগ্রাহক, স্বর্গীয় সুভাষ দত্ত-এর মরণোত্তর বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) টঙ্গীবাড়ি এজেন্সি অফিস কার্যালয়ে এক বিশেষ উন্নয়ন সভার মাধ্যমে এই চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর মুন্সিগঞ্জ এজেন্সি অফিস ইনচার্জ, এজিএম জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সার্ভিস সেন্টারের উন্নয়ন প্রধান, ডিভিপি শামসুল আরেফিন সোহেল।
জানা যায়, মুন্সিগঞ্জ সদর উপজেলার সুখবাসপুর গ্রামের বাসিন্দা সুভাষ দত্ত তাঁর জীবদ্দশায় ডেলটা লাইফ ইনসিওরেন্স থেকে দুটি বীমা পলিসি গ্রহণ করেন। দুর্ভাগ্যজনকভাবে, পলিসির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন। প্রতিষ্ঠানটি তার উত্তরাধিকারী এবং নমিনি শান্তা রানি দত্তের হাতে ১২,৯৯,৭৮৩ টাকার দুইটি চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার মিরাজ হোসেন শেখ, সাইফুল ইসলাম নিকছন, আব্দুল হাকিম সহ বিভিন্ন ইউনিটের ইউনিট ম্যানেজার ও মাঠ পর্যায়ের ফিনান্সিয়াল অ্যাসোসিয়েটগণ।
ডেলটা লাইফ ইনসিওরেন্স: একটি বিশ্বস্ত নাম
ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড দেশের বৃহত্তম বেসরকারি জীবন বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে আসছে।