স্টাফ রিপোর্টারঃ
শারদীয় দুর্গাপূজা ২০২৫-এর মহাষ্ঠমীতে মুন্সীগঞ্জ শহরের বাগমামুদালীস্থ শ্রী শ্রী সার্বজনীন পূজা মন্দির ও রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মোঃ মহিউদ্দিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মন্দিরে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক একেএম ইরাদত হোসেন মানু, সদস্য সচিব এডভোকেট মাহবুব উল আলম স্বপন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী বিপ্লব, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির, শারদীয় দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ তপন কুমার দাস, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু নির্মল চন্দ্র সাহা, মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি নারায়ণ চন্দ্র সাহা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মন্দিরের কোষাধ্যক্ষ গৌরাঙ্গ হাজরা, বিপুল মুখার্জী, পবন সাহা, পার্থ সাহা, লিটন চন্দ্র দাস, শ্রীমতি জয়শ্রী গাঙ্গুলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।