নিজস্ব প্রতিনিধি : নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে ২২অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রয়েলক্লাব মুন্সীগঞ্জের কার্যালয়ে নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আতিকুর রহমান টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমানের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য এম জামাল হোসেন মন্ডল।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি এড. জানে আলম প্রিন্স, সহ সভাপতি সিনিয়র সাংবাদিক মাহবুব আলম লিটন, মোঃ জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, অর্থ সম্পাদক মোঃ শাহজাহান, যুব বিষয়ক সম্পাদক মোঃ লিটন শেখ, কার্যকরী সদস্য মোঃ নাজমুল হাসান মুন্সী, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।