মুন্সিগঞ্জ প্রতিনিধি
জাতীয় অ্যাম্বুলেন্স নীতিমালার দাবিতে মুন্সিগঞ্জে র্যালি, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছে মুন্সিগঞ্জ অ্যাম্বুলেন্স মালিক ও ড্রাইভাররা ।
রবিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে বারটায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এসময় হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি ও ড্রাইভাররা এক সংক্ষিপ্ত বক্তব্য বলেন, নীতিমালা না থাকায় ট্রাফিক পুলিশের মামলা ও হয়রানিতে ভুগছেন তারা।
তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে, জাতীয় নীতিমালা প্রণয়ন, আয়কর ও টোল মওকুফ, আট আসনের অনুমোদন, হাসপাতাল পার্কিং সুবিধা এবং হয়রানি বন্ধ করতে হবে। তাই তাদের দাবি আদায়ের বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি দেন তারা।
আর তাদের দেয়া দাবিগুলো মানা না হলে আগামী ১২ এপ্রিল ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জে ও অ্যাম্বুলেন্স ধর্মঘট পালনের ঘোষণা দেয়া হবে বলে জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন মুন্না অ্যাম্বুলেন্স এর মালিক মুন্না , আফতাব, মানিক, জয়নাল, আরিয়ান , ড্রাইভার শাকিল, ইমন, আরমান, ইয়াছিন , রাজিব, সিয়াম সহ মুন্সিগঞ্জ জেলায় চলমান অ্যাম্বুলেন্স মালিক ও অন্যান্য ড্রাইভাররা উপস্থিত ছিলেন।