logo

শিরোনাম

পিতা হত্যার ঘটনায় লৌহজং ৩জনের বিরুদ্ধে হত্যা মামলা ‎

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
পিতা হত্যার ঘটনায় লৌহজং ৩জনের বিরুদ্ধে হত্যা মামলা ‎

লৌহজং  প্রতিনিধি: মুন্সীগঞ্জে লৌহজং উপজেলায় পিতাকে হত্যার ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেছে নিহতের মেয়ে। নিহত এম.এ বাকারের (৫৫) মেয়ে তৌনিক শশীনূর যুথী বাদী হয়ে লৌহজং থানায় ৩জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।  

 

অভিযুক্তরা হলেন, হলদিয়া ইউনিয়নের সাতঘড়িয়া এলাকার শেখ তোফায়েল আহাম্মেদ জামাল (৫৪), মো. ফয়সাল ওরফে বাবু (৪২), মো. কামাল শেখ (৫৬)।
‎ 


‎এম.এ বাকার (৫৫) কে হত্যার ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১এপ্রিল) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সাতঘড়িয়া এলাকায়। এম.এ বাকার নরসিংদী জেলার শিবপুর উপজেলার মোহরপাড়া এলাকার বাসিন্দা। তিনি তার পরিবারকে নিয়ে মুন্সীগঞ্জ লৌহজং উপজেলা সাতঘড়িয়া বসবাস করেন।  

 

‎অভিযোগ সূত্রে যুথী জানায়, তৌনিক শশীনূর যুথীর মা রওশন আরা (৫০) এর ব্যবসায়িক লেনদেন ছিলো। শেখ তোফায়েল আহাম্মেদ  ভয় দেখিয়ে সাদা স্ট্যাম্পে ও কাবিন নামায় স্বাক্ষর নিয়ে বিভিন্ন ভাবে বিরক্ত করছিলো। উক্ত বিষয়ের জের ধরে ১ এপ্রিল সকাল ৯টার দিকে লৌহজং উপজেলার সাতঘড়িয়া মঞ্জুর কাদের মৃধার বাড়ির সামনে পাকা রাস্তার উপর আমি ও আমার পরিবারের  লোকজন অটো মিশুক গাড়িতে শ্রীনগর যাবার সময় শেখ তোফায়েল আহাম্মেদ আমার বাবা এম এ বাকারকে গালিগালাজ করতে থাকলে আমি, আমার বোন পাপড়ি গালিগালাজ করিতে নিষেধ করি। আমার বাবাকে তারা এলোপাথারীভাবে আঘাত করতে থাকে। পরে বাবা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। 
‎লোকজন লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক বেলা ১২টা দিকে মৃত ঘোষনা করেন। 


‎লৌহজং থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশীদ বলেন, আমরা জানতে পারি দুই পক্ষে হাতাহাতি হয়েছে। পরে এম.এ বাকার নামে ব্যক্তি তিনি পরে যায়। পরে যাওয়ার পর তাকে স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত বাকারের শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। 
‎তিনি আরও বলেন, ৩জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।  আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

  • নিউজ ভিউ 369