মো. জাহাঙ্গীর আলম : মুন্সিগঞ্জের অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত আলোচনা সভায়
'মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপনের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ স্থাপনে দু-এক মাসের মধ্যে কাজ শুরুর চেষ্টা অব্যাহত রেখেছেন।
আজ সোমবার মুন্সিগঞ্জ জেলার অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত আলোচনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
ঢাকার কাছের হয়েও অবহেলিত মুন্সীগঞ্জ জেলায় অল্প সময়ের মধ্যে কিছু কাজ করার জন্য কয়েকজন উপদেষ্টা, সচিবসহ আমরা সবাই সমবেত হয়েছি। ইতিমধ্যে মেডিকেল কলেজ স্থাপনের ব্যাপারে জায়গা নির্ধারণ করা' হয়ে গেছে।
যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শ্রীনগর থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের কাজ তাড়াতাড়ি করা সম্ভব হবে এছাড়াও মালখানগর কুন্ডের ব্রিজ নির্মাণ, মোল্লাবাজার ব্রিজ কাজ দ্রুত সম্পন্ন করা।
মুন্সীগঞ্জে যে খালগুলো রয়েছে তা পুনরুদ্ধার করা পরিবেশ দূষণের কারণে ধলেশ্বরী কোল ঘেষা সিমেন্ট ফ্যাক্টরি গুলোর বিরুদ্ধে খুব শীঘ্রই ব্যবস্থা নেয়ার কথা জানান।
পরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রকাশিত ভ্রমণবই ' *প্রত্নকথা* ' এর মোড়ক উন্মোচন করা হয়।
আলোচনা সভায় মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সহ ৬ জন সচিব ও বিভিন্ন দপ্তর ও সংস্থার ১৯ কর্মকর্তা।
এছাড়াও ৪ আগস্ট মুন্সীগঞ্জে উত্তর ইসলামপুর এলাকার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদের কবর জিয়ারত শেষে পরিবারগুলোর খোঁজ নেন তারা বিগত সরকারের সময় মুন্সিগঞ্জ পৌরসভার অবহেলিত ৭ নং ওয়ার্ডের দদইসলামপুর এলাকাবাসী পক্ষে সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার মোল্লার চরের ব্রিজ নির্মাণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।