logo

শিরোনাম

৩৪ বছর পর মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় এসএসসি ৯১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
৩৪ বছর পর মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় এসএসসি ৯১ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম : ৩৪ বছর পর মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়   এসএসসি ৯১ ব্যাচের সহপাঠীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার  (২ এপ্রিল) দিনব্যাপী  নানা আয়োজন ও কৈশোরের স্মৃতিচারণে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

photo

মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়  এসএসসি একানব্বই ব্যাচের পুনর্মিলনী

উৎসবে যোগ দিতে সকাল থেকেই আসতে শুরু করেন ১৮৮৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় এসএসসি ’একানব্বই ব্যাচের শিক্ষার্থীরা। ভ্রাতৃত্বের বন্ধনে কৈশোরের পরিচিত মুখগুলোর সঙ্গে একত্রিত হয়ে স্কুল প্রাঙ্গণ থেকে  একটি র‍্যালি বের করে শহরের কাচারি হয়ে সুপার মার্কেট ঘুরে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয় ।

photo

পরে সকাল দশটায় পঞ্চসার ইউনিয়নের দয়ালবাজার আব্দুস সামাদ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী না না আয়োজনে অংশগ্রহণ করেন এসএসসি ৯১ ব্যাচের পরিবারের সদস্যরা 

মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয় এর  এসএসসি একানব্বই ব্যাচের পুনর্মিলনীতে

ব্যস্ত কর্মজীবনের ক্লান্তি ভুলে কৈশোরের বন্ধুদের সঙ্গে নতুন করে কাটানো সময় ক্যামেরাবন্দি করে রাখতে সবাই ছিলেন খুব আগ্রহী।


স্কুল জীবনের গণ্ডি পার হওয়ার ৩৪ বছর পর হারিয়ে যাওয়া বন্ধুূদের কাছে পেয়ে সবাই আনন্দবোধ করেন।

photo

এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালিয়ে নেওয়ার সুযোগে সবার সঙ্গে কুশল বিনিময় ও স্মৃতিচারণে কাটে পুনর্মিলনী অনুষ্ঠান।

 


মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের  এসএসসি একানব্বই ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। যে বন্ধুরা পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে এই পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি একানব্বই ব্যাচের পুনর্মিলনী

শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য দেন শিক্ষার্থী লিটন ।


এ সময় বিদ্যালয়টির প্রবীণ শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন। 


দিনের শেষভাগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে যারা এবার নানা কারণে উপস্থিত থাকতে পারেনি তাদের সঙ্গে নিয়ে পরবর্তী পুনর্মিলনী উৎসব আয়োজন করার আশাবাদ ব্যক্ত করা হয় ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয় ।

  • নিউজ ভিউ 459