logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ৫ বিএনপি কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে ৫ বিএনপি কর্মীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের নয়াগাঁও মধ্যপাড়া গ্রামে শুক্রবার ৪ বিএনপি কর্মী কুপিয়েছে দুর্বৃত্তরা।  

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।  

এদের মধ্যে আহত রাকিবুল হাসান (২৫), মো. হুমায়ুন (৪০) ও মো. মামুনকে (৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহত মো. হোসেনকে (৩৫) প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহত মো. রাকিবুল জানান, নয়াগাঁও মধ্যপাড়া গ্রামের বড় মসজিদের কাছে তার বাবা বিএনপি কর্মী মনির হোসেনের বালু ব্যবসার গদি রয়েছে। সেখানে নদীর তীরে একটি আনলোড ড্রেজার বসানোর পরিকল্পনা করেন তার বাবা।  

এনিয়ে তার বাবার সঙ্গে নয়াগাঁও পশ্চিম পাড়া গ্রামের মানিক মাদবরের বিরোধ দেখা দেয়। শুক্রবার ১২ টার দিকে ওই গদিতে সে ও তার চাচাসহ কয়েকজন বসেছিলো। এসময় মানিকের নেতৃত্বে একদল লোক হামলা চালিয়ে তাদের এলোপাথারি কোপায়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি ইন্সপেক্টর তদন্ত সজিব দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের মধ্যে ৩ জনকে ঢাাকায় পাঠানো হয়েছে। আহতদের পরিবারের পক্ষে অভিযোগ দেওয়া হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • নিউজ ভিউ 9009