নিজস্ব প্রতিনিধি : দেশ জাতি মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা এবং মুসলিম উম্মার বিভ্রান্তি সন্ত্রাস হানাহানি থেকে মুক্ত থেকে সঠিক ইসলামে চলার বিশেষ দোয়া করা হয়।
মহান স্বাধীনতার যুদ্ধ ও ৫ আগষ্ট শহীদদেরে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সকল আন্দোলনের শহীদদের জান্নাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
ঢাকা এয়ারপোর্ট সংলগ্ন কাওলা আশিয়ান সিটি ময়দানে ইজতেমা শেষে ৩০ দিন,৬৩ দিনের মাদানী কাফেলা সারা দেশে সফরে বের হবে।
ইজতেমার আখেরি বয়ান ও মোনাজাত করেন দাওয়াতে ইসলামী মজলিসে শূরার সদস্য ও দাওয়াতে ইসলামী বাংলাদেশের নিগরান জনাব মোহাম্মদ আবদুল মুবিন আত্তারি।
আগামী বছর ১৮.১৯.২০ ডিসেম্বর ২০২৫, দাওয়াতে ইসলামীর আন্তর্জাতিক ইজতেমার তারিখ ঘোষণা করা হয়।
মিডিয়া বিভাগের জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারি বলেন সরকারের সার্বিক সহযোগিতা লাখো মুসল্লির অংশগ্রহণে সুষ্ঠু ও নিরাপত্তা সাথে ইজতেমা সমাপ্ত হয়েছে।