logo

শিরোনাম

মুন্সিগঞ্জের শুলপুর খ্রিস্টান পল্লিতে নানা আয়োজনে বড়দিন উদযাপন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
মুন্সিগঞ্জের শুলপুর খ্রিস্টান পল্লিতে নানা আয়োজনে বড়দিন উদযাপন

জাহাঙ্গীর আলম : নানা আয়োজনে মুন্সীগঞ্জের সিরাজদিখানের খ্রিস্টান পল্লিতে বড়দিন উদযাপন হয়েছে । এ উপলক্ষে শুলপুর সাধু যোসেফ গীর্জা বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

photo

অনুষ্ঠানে ভাটিকানের রাষ্টদূত আর্চবিশপ কেভিন এস রেন্ডাল প্রধান অতিথি হিসেবে যোগ দেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনে গির্জাসহ বাড়িঘর  সাজানো হয়েছে বর্ণিল সাজে। গির্জাসহ বাসা বাড়িতে আলোকসজ্জা ও রঙ-বেরঙ এর স্টার এবং ক্রিসমাস ট্রি দিয়ে সাজানো হয়ে ছিল ।

বাড়িতে বাড়িতে আয়োজন করা হয়েছে নানা বর্ণের সুস্বাদু খাবার। অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে দিনটি পালন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। উপজেলার শুলপুর এলাকার তিনটি গ্রামে ৪ শত পরিবারের প্রায় ৫ হাজার খ্রিস্টান সম্প্রদায় বসবাস করেন। বড়দিনকে ঘিরে এ অঞ্চলে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আনন্দ উল্লাসে মেতেছেন। বড়দিন উদযাপন উপলক্ষে তারা আনন্দ, নাচ গান, পিঠা-পুলি খাওয়া, নতুন কাপর পরাসহ নানা ভাবে দিনটি উদযাপন করছে।

  • নিউজ ভিউ 2907