জাহাঙ্গীর আলম : চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ শ্রমিক খুনের প্রকৃত রহস্য উদঘাটন করে হত্যার বিচার ও নিহত শ্রমিকদের জীবনের আয় সমপরিমাণ ক্ষতিপূরণ পরিবারের কাছে প্রদান সহ নৌপথের নিরাপত্তা নিশ্চিতের করনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে নৌ-যান শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া কর্মবিরতি কর্মসূচি শুরু হয়। মুন্সীগঞ্জে লঞ্চঘাটের কাছে ধলেশ্বরী নদীতে অবস্থান নিয়ে সকল পন্যবাহী জাহাজ শ্রমিকরা এই কর্মবিরতি পালন করছে। কর্মবিরতি কর্মসূচিতে শুরুতেই বক্তব্য রাখেন বাংলাদেশ নৌ-যান ও শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সবুজ শিকদার। বাংলাদেশ নৌ-যান ও শ্রমিক ইউনিয়ন মুন্সীগঞ্জ জেলা সভাপতি মোঃ তাইজুল ইসলাম বাদশার সভাপতিত্বে জাহাজী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুরে আলম হাওলাদার,যুগ্ম-সম্পাদক অলিউর রহমান ও চট্রগ্রাম জাহাজী শ্রমিক ইউনিয়েনর সহ-সভাপতি মোঃ সেলিম সহ আরো অনেকে। এসময় বক্তারা ৭ শ্রমিক খুনের বিচারের পাশাপাশি বিভিন্ন সময়ে নৌ-দূর্ঘটনায় আহত শ্রমিকের সু-চিকিৎসা, নৌ-পথে শ্রমিক হত্যা, ডাকাতি, সন্ত্রাস, চাঁদাবাজী বন্ধের দাবী জানান। আগামি দুই দিনের মধ্যে ৭ খুনের রহস্য উদঘাটন, নৌ নিরাপত্তা নিশ্চিত করা ও শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত এবং সকল শ্রমিকদের গেজেট অনুযায়ী বকেয়া বেতন ও পাওনা পরিশোধের কার্যকরি ব্যবস্থা প্রহন না করা হলে এক যোগে লঞ্চ,বাল্কহেড ও লাইটার জাহাজ সহ সকল ধরনের যাত্রী ও পন্যবাহী নৌ-যান বন্ধ করে দেয়ার হুশিয়ারী দেন।
।