logo

শিরোনাম

মুন্সীগঞ্জ ৩ আসনের নেতৃত্ব কি পালটে দিতে পারে পাঁচ চরের ভোট?

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৩ | সময়ঃ ১২:০০
photo
প্রতিকী ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ৩ আসনে শুরু হয়েছে ভোটের হিসাব-নিকাশ।

 মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া নিয়ে গঠিত মুন্সিগঞ্জ ৩ আসন ।  

যার মধ্যে মুন্সিগঞ্জ  সদর উপজেলার ৯টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা
  মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৩৫ হাজার ২৫৫ জন,  পুরুষ ভোটার  ১লাক্ষ৭৩হাজার৯৭৫ জন ও নারী ভোটার 
১ লাখ  ৬১হাজার২৮০জন ।  
গজারিয়া উপজেলায় রয়েছে ৮টি ইউনিয়ন মোট ভোটার ১ লাখ ৪৪হাজার ৯৯০জন, পুরুষ ভোটার ৭৪ হাজার ৫শত ৩৪জন,নারী ভোটার ৭০হাজার৪শত৫৬জন।  

ভোটের এই হিসাব নিকাশে মুন্সিগঞ্জ সদর উপজেলাকেই প্রাধান্য দিচ্ছেন ২ প্রার্থী।  

মুন্সিগঞ্জ সদর উপজেলার পাচচর  হিসেবে পরিচিত মোল্লাকান্দি, চরকেওয়ার বাংলাবাজার, শিলই,আধারা ইউনিয়ন আর ইতিমধ্যেই এই পাঁচচরে জনসমর্থনে এগিয়ে  কাচি প্রতীকের  স্বতন্ত্র প্রার্থী সদ্যপ্রায়ত মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।  

এছাড়াও মহাকালী, বজ্রযোগনী,রামপাল ইউনিয়নেও রয়েছে স্বতন্ত্র প্রার্থীর আধিপত্য।  

 এ দিকে মুন্সীগঞ্জের ভোট ব্যাংক হিসেবে পরিচিত পঞ্চসার ইউনিয়নেও রয়েছে দুই প্রার্থীর আধিপত্য  জানান স্বতন্ত্র ও নৌকা প্রার্থীর কর্মী সমর্থকরা  

  মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভাসহ নয়টি ইউনিয়নের  আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ৮টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা কাচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবকে সমর্থন জানিয়েছে  ।

 অন্যদিকে বাংলাদেশ  আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পাওয়া বর্তমান সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাসের পক্ষে কাজ করছে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের একাংশ। 

ভোটের এই যুদ্ধে ইতিমধ্যে পাচচর দখল কেন্দ্রিক যুদ্ধ শুরু হয়েছে। 

মুন্সিগঞ্জ ৩ আসনের এই ভোট যুদ্দে কি তাহলে পাচ্চরি কি ঘুরিয়ে দিতে পারে নির্বাচনী ফলাফল 

বিগত বছরগুলোতে কোন প্রার্থী জনগণের সুখে দুখে পাশে ছিলেন তাই বিবেচনা করে  নির্বাচিত করবেন এবারের ৩ আসনের জনপ্রতিনিধি  জানিয়েছেন  সদর উপজেলার  ভোটারা

  • নিউজ ভিউ 2187