logo

শিরোনাম

ডেলটা লাইফের ৬২ লাখ ৬৭ হাজার ৩০৪ টাকার মৃতুদাবী চেক প্রদান

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
ডেলটা লাইফের ৬২ লাখ ৬৭ হাজার ৩০৪ টাকার মৃতুদাবী চেক প্রদান

নিজস্ব প্রতিনিধি : ডেলটা লাইফের বীমা দাবীরচেক প্রদান অনুষ্ঠিত হয়েছে।  
গত ২৫ এপ্রিল বৃহস্পতিবার গুলশান ২ এর ডেলটা লাইফ টাওয়ারের কোম্পানিটির  কার্যালয়ে  ৬২ লাখ ৬৭ হাজার ৩০৪ টাকার মৃতুদাবী  চেক প্রদান অনুষ্ঠিত হয়।  

 নারায়ণগঞ্জ জেলার ধনী হাজি রোডের পশ্চিম পাইন্দি এলাকার ব্যবসায়ী শহীদুল্লাহ গত ২৭শে ডিসেম্বর ২০১৮সালে ১৫ বছর মেয়াদী একটি বীমা পলিসি গ্রহণ করেন।  

যার বার্ষিক প্রিমিয়াম ছিল ৩ লক্ষ ৭০হাজার টাকা। ৫ কিস্তিতে তিনি জমা করেন ১৮লক্ষ ৫০ হাজার টাকা।

 গত ১৮ই অক্টোবর ২০২৩ ইং তারিখে তার নিজ বাড়ির ছাদ থেকে পড়ে  মারা হন।
মৃত শহিদুল্লাহর স্ত্রী  মিসেস শিরিনা বেগম ছিলেন বীমা পলিসিটির নমিনী 

গত ২৫ এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার গুলশান ২ এর ডেলটা লাইফ টাওয়ারের কোম্পানিটির  কার্যালয়ে 
 স্ত্রী মিসেস শিরিনা বেগম হাতে ৬২ লাখ ৬৭ হাজার ৩০৪ টাকার চেক  তুলেন। ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি পরিচালনা পর্ষদের সদস্য,নির্বাহী কমিটির চেয়ারম্যান ও সাবেক সিইও মিসেস আদিবা রহমান।

 এ সময় আরো উপস্থিত ছিলেন  কোম্পানীর সিইও (চলিত দায়িত্ব) আনোয়ারুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।  

উল্লেখ্য 
২০১৮ সালের ২৭শে ডিসেম্বর ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুন্সিগঞ্জ সার্ভিস সেন্টারের অধীনে বীমা পলিসিটি সম্পন্ন হয়েছিল। যার  বার্ষিক প্রিমিয়াম  ছিল ৩ লক্ষ ৭০ হাজার টাকা। 
৫ টি কিস্তিতে বীমা গ্রাহক জমা করেন    ১৮ লক্ষ ৫০ হাজার টাকা 

 

  • নিউজ ভিউ 1719