logo

শিরোনাম

ডেলটা লাইফের বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
ডেলটা লাইফের বার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম : ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।  

 গতকাল ২০শে এপ্রিল  শনিবার কক্সবাজারের  হোটেল সী প্যালেস বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়  ।

photo

 

কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলিত দায়িত্ব) আনারুল হকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান  এমপি  হাফিজ আহমেদ মজুমদার 

 বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য আদিবা রহমান, জিয়াদ রহমান,  ডি, এম,ডি উত্তম কুমার সাধু ।  

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে ব্যবসায় প্রবৃদ্ধির হার বাড়াতে কোম্পানি কর্তৃক গৃহীত নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা জানান এবং আশা প্রকাশ করেন, এসব পদক্ষেপে ডেলটা লাইফ  দেশের সেরা বীমা কোম্পানীর অবস্থান ধরে রাখবে 

পরে সারাদেশ থেকে আশা সফল বিপণন কর্মকর্তা ও মাঠকর্মীরা সম্মেলনের মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

photo

  
 এ সময় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন কোম্পানিটির পরিচালক মিসেস আদিবা রহমান।

 সম্মেলনে সফল বিপণন কর্মী ও কর্মকর্তা দের মধ্যে পুরস্কার ও সনদপত্র দেয়া হয়।  

সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি হয়।  

  • নিউজ ভিউ 1872