logo

শিরোনাম

মুন্সীগঞ্জ ৩ আসনে যে প্রতীকে যারা নির্বাচন করছেন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৩ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ সংগৃহীত

আদনান সাদঃ মুন্সীগঞ্জ-৩ আসন জেলা সদর ও গজারিয়া উপজেলায় ১৭টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা নিয়ে গঠিত। মুন্সীগঞ্জ ৩ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৮২ হাজার ২৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯ হাজার ৮৮৮জন ও নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ৪০৬ জন। মুন্সীগঞ্জ সদর উপজেলায় ভোটার ৩ লাখ ৩৭ হাজার ৩১৩ জনও গজারিয়া উপজেলায় ভোটার ১ লাখ ৪৪ হাজার ৯৮১ জন।

 

মুন্সীগঞ্জ জেলার মোট আয়তন ৯৫৪.৯৬ বর্গকিমি (৩৬৮.৭১ বর্গমাইল)। জেলায় মোট ৬টি উপজেলা রয়েছে, মুন্সীগঞ্জ সদর, গজারিয়া , টঙ্গিবাড়ি , লৌহজং , শ্রীনগর এবং সিরাজদিখান। আসন সংখ্যা ৩টি। জেলার মোট ভোটার সংখ্যা ১৩,৪৩,৭১৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৬,৯৪,২৫০ জন এবং নারী ভোটার ৬.৪৯,৪৬৩ জন। এ জেলায় ৩টি আসনে নির্বাচনে মোট বৈধ প্রার্থী  ২৭ জন। 

 

এই আসনটিতে যারা, যে প্রতিকে নির্বাচন করবেন।
১.এডভোকেট মৃণাল কান্তি দাস- নৌকা (বাংলাদেশ আওয়ামী লীগ)
২. মোহাম্মদ ফয়সাল বিপ্লব,( ম্বতন্ত্র প্রতীক কাঁচি )আওয়ামী লীগ মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ।
৩. মমতাজ সুলতানা আহম্মেদ-- টেলিভিশন (বিএনএফ)
৪.  মোহাম্মদ শাহীন হোসেন,-ছড়ি (মুক্তিজোট)
৫. বাবুল মিয়া, - চেয়ার (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ)
৬. মোহাম্মদ দুলাল হোসেন মন্ডল, একতারা (বাংলাদেশ সুপ্রিম পার্টি)  
৭. মোহাম্মদ ওমর ফারুক, চেয়ার (বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট)
৮. এএফএম রফিকুল্লাহ সেলিম,লাঙ্গল ( জাতীয় পার্টি)
৯. মোহাম্মদ আজিম খান,(স্বতন্ত্র প্রতীক ঈগল)
১০. চৌধুরী ফাহরিয়া আফরিন,(স্বতন্ত্র কেতলী প্রতীক)

  • নিউজ ভিউ 6975