logo

শিরোনাম

পূর্ব বিরোধের জেরে জহিরুল ইসলাম জয় হত্যা মামলায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ৩

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০

জাহাঙ্গীর আলম : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে জহিরুল ইসলাম জয় (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

 

এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় পূর্ব বিরোধের জেরে জহিরুল ইসলাম জয়কে কুপিয়ে হত্যা করা হয়। নিহত জয় ওই এলাকার নুর জামান মিয়ার ছেলে।

স্থানীয় ও গণমাধ্যম সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের পূর্ব বিরোধের জেরে নুর জামান মিয়ার পরিবারের সঙ্গে মো. হাসান ওরফে বেকু হাসান, নান্নু ও লালু গ্রুপের বিরোধ চলছিল। এর আগে একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। ওই বিরোধের জের ধরে ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে গ্রেফতারকৃত আসামিদের নেতৃত্বে ২০–২৫ জন সঙ্ঘবদ্ধ হয়ে জয়কে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জয়কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই র‍্যাব-১১ অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ ডিসেম্বর ২০২৫ রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় আসামি—

১. আলাউদ্দিন (৬৫), পিতা: মৃত মাহমুদ হোসেন
২. শাকিল (২৭), পিতা: আলাউদ্দিন
৩. জসিম (৪৫), পিতা: মৃত মাহমুদ হোসেন

তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের সবার বাড়ি মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সীগঞ্জের গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

  • নিউজ ভিউ 405