logo

শিরোনাম

মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৮ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে নারী উদ্যোক্তা মেলা ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন

মুন্সীগঞ্জ প্রতিনিধি :
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৮ ডিসেম্বর) দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয় মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে।

photo

মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসীসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন স্তরের নারী উদ্যোক্তারা।

photo

মেলায় ১০টি স্টলে নারী উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করেন। অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং নারী উদ্যোক্তাদের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।

মেলা শেষে একই প্রাঙ্গণে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি একটি নিরাপদ ও সহিংসতামুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

  • নিউজ ভিউ 324