
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
স্টাফ রিপোর্টার:
১০ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে মানবাধিকার সুরক্ষা ও সামাজিক সচেতনতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ বছরের মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ছিল— “মানবাধিকার, আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়। ” প্রতিটি ব্যক্তির অধিকার, মর্যাদা ও স্বাধীনতার প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করার আহ্বানও জানান বক্তারা।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের মুন্সিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম। সভার সভাপতিত্ব করেন জেলা সভাপতি জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, মুন্সিগঞ্জের এডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী। তিনি বলেন, মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। সমাজে সচেতনতা বৃদ্ধি আজ সময়ের দাবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সভাপতি শফিকুল হাসান তুষার। আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আসাদউজ্জামান, আন্তর্জাতিক নারী বিষয়ক সম্পাদক পিংকি রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক রানী আখতারসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু সরকার বা কোনো সংগঠনের একার দায়িত্ব নয়; পরিবার, সমাজ ও ব্যক্তিগত পর্যায় থেকে সবারই সচেতন হওয়া জরুরি। মানবাধিকার সুরক্ষাই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার পথ দেখায়।
অনুষ্ঠান শেষে মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার জন্য সবাইকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।