
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জিতু রায়: মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী বানিয়াল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী ও ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয়ের দুই অবসরপ্রাপ্ত শিক্ষক — ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকারিয়া মিয়াজি এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুদ্দোহা স্যারকে ঘিরে এই আয়োজনটি হয়ে ওঠে ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনায় বিদায়ী শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় ওমরা হজ পালনের সম্পূর্ণ খরচ, সংবর্ধনা ক্রেস্ট, গোল্ড মেডেল, নগদ অর্থ ও বিভিন্ন উপহার সামগ্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন খাঁন আবেদা বুশরা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবু এবং সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আজহারুল ইসলাম খাঁন।
নানা কর্মসূচিতে সাজানো এই আয়োজন জুড়ে শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও স্থানীয় শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ ভরে ওঠে আবেগ ও স্মৃতিচারণায়। অনুষ্ঠানে বক্তারা শিক্ষকদের অবদান তুলে ধরে বলেন, “একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি গড়ে দেন মানুষ—আজকের এই আয়োজন সেই মহান কাজের প্রতি আমাদের কৃতজ্ঞতার প্রকাশ। ”
বিদায়ী দুই শিক্ষকও তাদের দীর্ঘ শিক্ষকতা জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেও এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, তিনি বলেন—
“প্রিয় শিক্ষকরা আমাদের শুধু শিক্ষিত করেননি, জীবনচর্চার পথ দেখিয়েছেন। তাদের অবদান কোনো উপহারেই পূরণ হওয়ার নয়।”
অনুষ্ঠানের শেষ মুহূর্তে বিদ্যালয়ের ইতিহাসে বিরল এক দৃশ্যের জন্ম হয়—
দু’জন প্রিয় শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় জানানো হয়। করতালি, অশ্রু আর ভালোবাসায় মিশে যায় প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের বিদায়ক্ষণ।
এই আয়োজন প্রমাণ করেছে — একজন শিক্ষক অবসর নিতে পারেন কর্মজীবন থেকে, কিন্তু শিক্ষার্থীদের হৃদয় থেকে কখনও নয়।