logo

শিরোনাম

সিরাজদিখানে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত 

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ জুলাই, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
সিরাজদিখানে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত 

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:


মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থানে ও স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসী অপরাধীদের বিচারের দাবীতে উপজেলা যুবদলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার ৫ জুলাই বিকাল ৪ টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক ইয়াছিন সুমনের সভাপতিত্বে সদস্য সচিব শাহাদাৎ সিকদারের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

photo


এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।   


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য এম হায়দার আলী বলেন, গত বছর স্বৈরাচার পতন আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী দোষররা প্রকাশ্যে ছাত্র-জনতা হত্যায় মেতে উঠেছিলো। এবং আমাদের নেতা-কর্মীরা বিগত ১৬ টি বছর নানান ভাবে নির্যাতন-হয়রানী, মামলা-গ্রেপ্তারের স্বীকার হয়েছে। আমরা অতি দ্রুত তাদের বিচার চাই। তাদের গ্রেফতার করুন এবং দ্রুত বিচারের আওতায় আনুন। অন্যথায়,  স্বৈরাচার আবারও সংগঠিত হয়ে দেশের ক্ষতি করতে নেমে যাবে। " 


এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। 

এ সময় সিরাজদিখান উপজেলার ১৪ টি ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • নিউজ ভিউ 468