logo

শিরোনাম

সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি ড্রেজার বিকল ও ১০ কিলোমিটার পাইপ অপসারণ 

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৩ জুলাই, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি ড্রেজার বিকল ও ১০ কিলোমিটার পাইপ অপসারণ 

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:


মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৮ স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন ও জমির শ্রেণী পরিবর্তনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৬টি ড্রেজার বিকল ও ১০ কিলোমিটার পাইপ অপসারণ করেন সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী।


বৃহস্পতিবার ৩ জুলাই সকাল সাড়ে ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলার রসুনিয়া, ইছাপুরা ও বয়রাগাদি ইউনিয়নের সিরাজদিখান বাজার,পশ্চিম আবিরপাড়া, কুসুমপুর, রাজদিয়া এবং টেংগরিয়াপাড়ায় ৮ টি স্থানে  

এ অভিযান পরিচালনা করেন।

photo


অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী স্থানীয় জনগণকে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ড্রেজিং এর মাধ্যমে বালি উত্তোলন ও ভরাট এবং জমির শ্রেণী পরিবর্তন থেকে বিরত থাকার বিষয়ে সচেতন করেন এবং এ ধরনের বেআইনি  কর্মকান্ডের শাস্তির বিষয়ে অবহিত করা হয়। তিনি আরো বলেন

 জনস্বার্থে অবৈধ ড্রেজার পরিচালনা, অনুমতি বিহীন জমি ভরাটের মাধ্যমে শ্রেণী পরিবর্তন রোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।  

  • নিউজ ভিউ 477