logo

শিরোনাম

গজারিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৪ জুলাই, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
গজারিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গজারিয়া প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন, মেহেদী হাসান। সে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জাহাঙ্গীর হোসেন এর ছেলে বলে জানা গেছে। নিহত অপরজন একই  উপজেলার আব্দুল মান্নানের ছেলে মাহমুদুল হাসান মুন্না।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মহাসড়কের গজারিয়া অংশের মধ্য বাউশিয়া এলাকায় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী দুইজন ছিটকে গিয়ে সামনের আরেকটি বাসের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে মেহেদী হাসানের মৃত্যু হয়। আহত অপরজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। ঘাতক বাসটিকে আটক করেছে জনতা।

  • নিউজ ভিউ 828