logo

শিরোনাম

মুন্সীগঞ্জের গোসাইবাগ থেকে দিন দুপুরে চোর চক্রের মোটর সাইকেল চুরি

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জের গোসাইবাগ থেকে দিন দুপুরে চোর চক্রের মোটর সাইকেল চুরি

নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জের মুক্তারপুর গোসাইবাগ গ্রাম থেকে দিনে দুপুরে একটি মোটর সাইকেল  চুরি করে নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা ।

 গতকাল সোমবার ২১এপ্রিল  দুপুর ২টা ৩০  মিনিটে দিকে সদর উপজেলার গোসাইবাগ গ্রামের মীরবাড়ি  ব্যবসায়ী হেলাল সরদার ফ্যাক্টরির সামনে থেকে চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলটি নিয়ে চলে যায়  ।

photo

এ বিষয়ে মুন্সিগঞ্জ  থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন মোটরসাইকেলটির মালিক অনিক নামে এক ব্যক্তি।

ভুক্তভোগী অনিক অভিযোগে উল্লেখ করেছেন, তিনি গোসাইবাগ গ্রামে ব্যবসায়ী হেলাল সরদারের  ফ্যাক্টরি সাথে নিজ ফ্যাক্টরিতে কাজ করছিলেন।

 প্রয়োজনীয় কাজ শেষে বের হয়ে দেখেন তার মোটরসাইকেল নেই।  

টিভিএস এপাচি 4v  মডেল লাল রঙের মোটর সাইকেল (ঢাকা মেট্র  ল-৬৪-০৫৩৬)  গাড়িটি রাস্তার পাশে ছিল 


 পরে সিসি ফুটেজে দেখতে পান দু'জন ব্যক্তি এসে কৌশলে তারা মোটর সাইকেলটির তালা ভেঙে  নিয়ে চলে যায় চোরেরা।

 বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে ও মুন্সিগঞ্জ  থানায় অভিযোগ দায়ের করেন মোটরসাইকেলটির মালিক অনিক ।  
এ বিষয়ে তিনি পুলিশের সহযোগিতা কামনা করেন।

তোর চক্রের সদস্যরা মোটরসাইকেলটি মুক্তারপুর ব্রিজ পার হয়ে শীতলক্ষা ব্রিজ হয়ে চলে যেতে দেখা যায় সিসি ক্যামেরা ফুটেজে। 
 এ সময় চোর চক্রের সাথে আরো দুইটি মোটরসাইকেল দেখা যায়। 

এদিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ  থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম  জানান, চুরির ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে যার মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।
 

  • নিউজ ভিউ 441