logo

শিরোনাম

কবি অনু ইসলামের জন্মদিন আজ

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
কবি অনু ইসলামের জন্মদিনে শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জের কবি অনু ইসলামের জন্মদিন আজ

সে  একাধারে কবি, লেখক ও সংগঠক। জন্ম ২৫ এপ্রিল মুন্সীগঞ্জের সদর উপজেলার পঞ্চসার  ইউনিয়নের নয়াগাঁও গ্রামে।

photo


 তার প্রকাশিত কবিতাগ্রন্থ: জল কেটে যায় হাত স্পর্শে (২০১৫), রজতমুদ্রা (২০১৭), ধানরঙের ঘ্রাণ (২০১৯), বিকল্প শয্যায় ফুটে আছি (২০২১)। প্রবন্ধগ্রন্থ: কবিতায় রাষ্ট্রচিন্তা ও অন্যান্য প্রবন্ধ (২০১৬)। সম্পাদনাগ্রন্থ: সম্মিলন (২০১৭)। আলোকচিত্রগ্রন্থ: আলোকনগর (২০২২)।


তিনি সাহিত্য-শিল্প-সংস্কৃতিবিষয়ক পত্রিকা ‘পটভূমি’র সহযোগী সম্পাদক। কবি পরিষদ মুন্সীগঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা।  

কাজের স্বীকৃতিস্বরূপ ৭ম ইলিশ উৎসব পুরস্কার চাঁদপুর (২০১৫); চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী সাহিত্য পদক (২০১৯) লাভ করেন।

তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই ।

  • নিউজ ভিউ 405