logo

শিরোনাম

বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

 

নিজস্ব  প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কামারগাঁও এলাকার তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে শ্রীনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মনোয়ার হোসেন শাহাদাৎ কামারগাঁও এলাকার মৃত কাজী ফজলুল হকের ছেলে। তিনি বর্তমান ইউপি চেয়ারম্যান ছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাকিল আহম্মেদ বলেন, ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে মুন্সীগঞ্জ সদর থানায় নেওয়া হয়েছে।

 এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম
 সাইফুল আলম রাত পৌনে ১১ টার দিকে বলেন, ইউপি চেয়ারম্যানকে আটক করে মুন্সীগঞ্জ সদর থানায় আনা হয়েছে। তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের দায়ের করা মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।

 

  • নিউজ ভিউ 1791