logo

শিরোনাম

মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইন ছাত্র ফোরামের শুভেচ্ছা বিনিময়

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৫ জানুয়ারী, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইন ছাত্র ফোরামের শুভেচ্ছা বিনিময়

মোঃ জাহাঙ্গীর আলম : বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম মুন্সিগঞ্জ  জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী  আইনজীবী ফোরামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।

রবিবার (৫ জানুয়ারি ) বিকেলে নবগঠিত কমিটির নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুন্সিগঞ্জ জেলার আহবায়ক এ কে এম এরাদত হোসেন মানু,

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মুন্সিগঞ্জ জেলার সভাপতি  এডভোকেট তোতা মিয়া, সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর ডালি,সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফারুক হোসেন ও পিপি এডভোকেট হালিম হোসেন কে নবগঠিত কমিটির পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন এ সময় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তারা।

photo

 
এছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা দেন এ শিক্ষানবিশ আইনজীবী  সংগঠনের পক্ষ থেকে।  
 

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরাম কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক এম. আবু ফয়েজ এবং সদস্য সচিব মো. বিল্লাল হোসেন (বিপ্লব) এর সিদ্ধান্ত অনুযায়ী, আইনের ছাত্রছাত্রীদের জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ করতে এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য মুন্সিগঞ্জ  জেলা শাখায় ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

photo

কমিটির নেতৃবৃন্দ হলেন: আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন , সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মিঠু শিকদার , যুগ্ম আহ্বায়ক মো.কাউসার আহমেদ রাব্বি , আবু সুফিয়ান সিফাত, আব্দুল্লাহ বিন আক্তার , সুমন মল্লিক, আরিফ চৌধুরী,আতিকুর রহমান,  সদস্য সচিব মোঃ সোহেল দেওয়ান, সদস্য এনামুল হক, সাইফুল, সোহাগ এবং বেলাল হোসেন ।
এছাড়াও বেশ কয়েকজন শিক্ষানবিশ আইনজীবী উপস্থিত ছিলেন।

photo

 

জেলা শাখা কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

photo

  • নিউজ ভিউ 594