logo

শিরোনাম

জেনেভায় সুইজারল্যান্ড বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ জানুয়ারী, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
জেনেভায় সুইজারল্যান্ড বিএনপি'র কর্মী সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম:সদূর প্রবাসে বিপুল উৎসাহ ও উদ্দীপনায়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সুইজারল্যান্ডে শাখার আয়োজনে জেনেভা শহরে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।  

বিদায় বছরের ২৯ ডিসেম্বর জেনেভা শহরের একটি আধুনিক অডিটোরিয়ামে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে কর্মী সভা।  

জেনেভার কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন
সুইজারল্যান্ড বিএনপির সভাপতি মোফাজ্জল মল্লিক সাজিল। সভার সভাপতিত্ব করেন আব্দুল কাদের সোহেল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার হাজী রফিকুল ইসলাম। অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন আবদুল কাদের সোহেল চৌধুরী, মো. আলাউদ্দিন, নাদির হোসাইন, মীর বাদল, শামছুল কবির চৌধুরী জুয়েল, নাজির আহম্মেদ পারভেজ, বাবুল বিশ্বাস, হাজী শাহিন, সানজয় রাতন বাডুয়া, আতাউর রহমান রাব্বি, মাহবুব আলম সহ জেনেভা বিএনপির অন্যান্য নেত্রীবৃন্দ। সভার সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় সুইজারল্যান্ড বিএনপির অন্যতম নেতা মাহফুজ শিকদার গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।  

জেনেভায় বসবাসরত বিএনপির নেতা-কর্মীদের সিদ্ধান্ত অনুযায়ী এবং প্রধান নির্বাচন কমিশনার হাজী রফিকুল ইসলাম তার আলোচনার মাধ্যমে সুইজারল্যান্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব আব্দুল কাদের সোহেল চৌধুরীকে অর্পণ করেন। পাশাপাশি আগামী নতুন বছরের শুরুতেই জেনেভা বিএনপির কমিটির সম্মেলন গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। 

জেনেভা শহরে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত এবং এশিয়া অঞ্চলের বহুবিধ কার্যক্রম এই শহর থেকেই পরিচালিত হয়। তাই
বিশ্ব রাজনৈতিক মঞ্চে বিএনপি'র সাংগঠনিক কার্যক্রম এর ভিত্তি অধিক শক্তিশালী করার লক্ষ্যে কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন সুইজারল্যান্ড বিএনপির নেতৃবৃন্দ। 

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বেগম জিয়ার রোগমুক্তি, তারেক রহমান এর দেশান্তরী জীবনের অবসান এবং শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ  গঠনের আশা ব্যাক্ত করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

  • নিউজ ভিউ 522