মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে রেলি, আলোচনা সভা ও কেক কেটে পালন করা হয়েছে। দিবস উপলক্ষে বুধবার বিকেল ৪ টার দিকে জেলা শহরের কাচারি চত্বর থেকে ছাত্রদলের কেপ পরিহিত প্রায় শতাধিক ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহন করে।
মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের আহবায়ক ও জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী মো. রোমান হোসেনের নেতৃত্বে রেলিতে অংশগ্রহন করেন ছাত্রদল নেতাকর্মীরা। রেলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে জেলা বিএনপির পাটি অফিসে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভা বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র একেএম ইরাদত মানু, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল-আলম স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান ফকির, সাবেক ভিপি মো. শাহীন মিয়া, শহর বিএনপির যুগ্ম-আহবায়ক আবু সুফিয়ান বিপ্লব, শহর যুবদলের আহবায়ক মো. এনামুল হক প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন, জেলা সাবেক সহ-সভাপতি কাউসার আহমেদ সৃজন, শহর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আশরাফুজ্জামান অভি,সাবেক আহবায়ক সরকারি হরগঙ্গা কলেজ শাখা সিরাজুল ইসলাম শুভ, সাবেক সাধারণ সম্পাদক মহাকালী ইউনিয়ন ছাত্রদল সাকিল ঢালী, রাতুল আহমেদ সজিব, মো. আরিফ হোসেন আকাশ, সারওয়ার ফকির, নকিব আহমেদ, মো. তাহমিদুর রশিদ মাদবর, অ্যাডভোকেট রৃদয়, তানভির হোসেন জয়, প্রিমন, রাফসান রাফি, কাউসার রাফি, সাগর হোসেন, মো. সাদ, আল-নুর রিয়াদ প্রমুখ।
এদিকে, বুধবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক সাফিল আস সামির নেতৃত্বে রেলিটি মুন্সীগঞ্জ শিল্পকলা থেকে শুরু হয়ে সুপার মার্কেট সংলগ্ন জেলা বিএনপির পার্টি অফিসে এসে শেষ হয়। এ সময় ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।