logo

শিরোনাম

ডেলটা লাইফের গ্রাহকদের মাঝে বছরের প্রথম দিনে কোটি টাকার মেয়াদোত্তীর্ণ বীমা দাবীর চেক প্রদান

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০১ জানুয়ারী, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
ডেলটা লাইফের গ্রাহকদের মাঝে বছরের প্রথম দিনে কোটি টাকার মেয়াদোত্তীর্ণ বীমা দাবীর চেক প্রদান

নিজস্ব প্রতিনিধি : মুন্সিগঞ্জে নতুন বছরের প্রথম দিন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুন্সিগঞ্জ জেলার বীমা গ্রাহকদের মাঝে এক কোটি টাকার মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে।   

বুধবার পহেলা জানুয়ারি  ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মুন্সিগঞ্জ জেলার আওতাধীন প্রধান কার্যালয় মুন্সিগঞ্জ সার্ভিস সেন্টারের আয়োজনে এ মেয়াদ উত্তীর্ণ বীমা দাবীর চেক প্রদান করা হয়।

photo

 

মুন্সিগঞ্জ  সার্ভিস সেন্টার ইনচার্জ রহমতুল্লাহ দিদারের সভাপতিত্বে ও এজিএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায়   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের সংগঠন প্রধান  মুন্সিগঞ্জ সার্ভিস সেন্টারের ডিভিপি সামছুল আরেফিন সোহেল,

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, এন টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মাইনউদ্দিন সুমন, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিল ও মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার, যমুনা টিভির জেলা প্রতিনিধি  আরাফাত রায়হান সাকিব,

এছাড়াও উপস্থিত ছিলেন  ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের মাঠ পর্যায়ের উন্নয়ন কর্মকর্তা বৃন্দ।

 

এ সময় বিভিন্ন মেয়াদে প্রায় ৫০ জন বীমা গ্রাহকের হাতে তাদের মেয়াদ পূর্তির চেক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

photo

 


ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো জাহাঙ্গীর আলম বলেন আমাদেরই প্রতিষ্ঠান দীর্ঘ ৩৯ বছর ধরে সারা বাংলাদেশে মানুষের আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে কাজ করছে। গ্রাহক তার মেয়াদ শেষ হওয়ার এক কর্ম দিবসের মধ্যে  বীমা দাবি পরিশোধ করে থাকে।

photo

তারিই ধারাবাহিকতায় আজ আমরা নতুন বছরের প্রথম দিনে গ্রাহকের মাঝে এক কোটি টাকার দাবি পরিশোধ করা হলো।  

২০২৪ সালে সারা বছরে শুধুমাত্র মুন্সিগঞ্জে ১হাজার ৮শত গ্রাহকের মাঝে আমরা ২৩ কোটি ৬২লক্ষ ৬২ হাজার ৪ শত ২৪ টাকার বীমা দাবি পরিশোধ করেছি।

photo

শুধুমাত্র ডিসেম্বর মাসে মেয়াদোত্তীর্ণ দাবীপরিশোধের পরিমাণ  ৮কোটি৫০লক্ষ টাকা যেখানে বীমার গ্রাহকের সংখ্যা প্রায় সাড়ে পাঁচশতর অধিক। 

  • নিউজ ভিউ 450