logo

শিরোনাম

মুন্সীগঞ্জ ১ আসনে যে প্রতীকে যারা নির্বাচন করবেন!

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৩ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ সংগৃহীত

আদনান সাদঃ মুন্সীগঞ্জ-১ সিরাজদিখান-শ্রীনগর নিয়ে গঠিত আসনটি জেলার সবচে বড় এবং বেশী ভোটার রয়েছে এই আসনটিতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এরমধ্যে মূল প্রতিদ্বন্দ্বী হতে পারেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ  (নৌকা প্রাতীক) ও দলটির স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার কবিরের মধ্যে (প্রতীক ট্রাক)। এছাড়াও আসনটিতে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিকল্প দ্বারার যুগ্ম মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরী (প্রতীক কুলা)ও তৃণমূল বিএনপির অন্তরা হুদা সেলিনা  (প্রতীক সোনালি আশ)।

 

 

মুন্সীগঞ্জ জেলার মোট আয়তন ৯৫৪.৯৬ বর্গকিমি (৩৬৮.৭১ বর্গমাইল)। জেলায় মোট ৬টি উপজেলা রয়েছে, মুন্সীগঞ্জ সদর, গজারিয়া , টঙ্গিবাড়ি , লৌহজং , শ্রীনগর এবং সিরাজদিখান। আসন সংখ্যা ৩টি। জেলার মোট ভোটার সংখ্যা ১৩,৪৩,৭১৩ জন যার মধ্যে পুরুষ ভোটার ৬,৯৪,২৫০ জন এবং নারী ভোটার ৬.৪৯,৪৬৩ জন। এ জেলায় ৩টি আসনে নির্বাচনে মোট বৈধ প্রার্থী  ২৭ জন। 

 

 

এই আসনটিতে যারা, যে প্রতিকে নির্বাচন করবেন।


১. আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ -নৌকা (আওয়ামী লীগ)
২. অন্তরা হুদা সেলিনা - (তৃণমূল বিএনপি)- সোনালী আশ
৩. গোলাম সারোয়ার কবির - স্বতন্ত্র (প্রতীক ট্রাক) ( মনোনয়ন বঞ্চিত যুবলীগ নেতা)
৪. মাহী বি চৌধুরী - কুলা (বিকল্পধারা)
৫. অ্যাভোকেট শেখ মোঃ সিরাজুল ইসলাম- লাঙ্গল (জাপা),
৬.বাংলাদশে সুপ্রিম পাটির লতিফ সরকার -একতারা
৭. বাংলাদেশ খেলাফত আন্দোলন আতাউল্লাহ হাফেজী,-বট গাছ
৮.ন্যাশনাল পিপলস পার্টির দোয়েল আক্তার,- আম
৯, বাংলাদেশ কংগ্রেস নূর জাহান বেগম রিতা- ডাব প্রতিক

 

  • নিউজ ভিউ 3321