logo

শিরোনাম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা 

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৬ সেপ্টেম্বর, ২০২৩ | সময়ঃ ১২:০০
photo
ছবিঃ প্রতিনিধি

সালমান হাসানঃ মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলায় শ্রী কৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে টঙ্গীবাড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটি।

  
বুধবার ৬ সেপ্টেম্বর সকাল ৮ টায় টঙ্গীবাড়ি উপজেলার কেন্দ্রীয় শিব মন্দির থেকে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।

শ্রী কৃষ্ণের জন্মদিন উপলক্ষে এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও টঙ্গীবাড়ী কেন্দ্রীয় শিব মন্দিরের সভাপতি মহাদেব চন্দ্র গোপ, টঙ্গীবাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর আহবায়ক গণেশ চন্দ্র দেবনাথ, টঙ্গীবাড়ি  উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রঞ্জিত দেবনাথ, সহ-সভাপতি দিলীপ ঘোষ, সহ-সভাপতি  বিপ্লব ঘোষ, কেন্দ্রীয় শিব মন্দিরের সদস্য মরণ ঘোষ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, মুন্সীগঞ্জ সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন পোদ্দার।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম ঘোষ, সাধারণ সম্পাদক নিহার মন্ডল সহ-সভাপতি কমল ঘোষ।


মুন্সীগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নারায়ন দাস টিটু।  

আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মুন্সীগঞ্জ জেলার সভাপতি বাবু ননী গুপাল মন্ডল, টঙ্গীবাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের আহ্বায়ক রিপন গোপ, সদস্য সচিব সুজন দেবনাথ।

শোভাযাত্রায় আরও ছিলেন- রাধেশ্যাম দাস,  মনু রায়, বাবু নিখিল রায়,  গণেশ ভাওয়াল, সুকুমার বর্মন,রমেন্দ্র ঘোষ,  খোকন রায়,  রাজু পাল, সত্য মল্লিক, রিপন দেবনাথ, তাপস দাস, সুজিত মন্ডল, সবুজ দেবনাথ, অমিত দাস, শিশির দেবনাথ, নয়ন দেবনাথ, সীমন্ত মল্লিক, রাহুল ঘোষ, আকাশ মন্ডল,প্রদীপ পাল।

টঙ্গীবাড়ী কেন্দ্রীয় সর্বজনীন দুর্গা মন্দির,টঙ্গীবাড়ী কেন্দ্রীয় শিব মন্দির, পালপাড়া সৎসঙ্গ, সোনারং দাস পাড়া সার্বজনীন শিব মন্দির,নয়ানন্দ  দুর্গা মন্দির, পুরাপাড়া সার্বজনীন রাধা গোবিন্দ ও দুর্গা মন্দির, নেত্রাবতী দুর্গা মন্দির।

সুয়াপাড়া সর্বজনীন শিব মন্দির,টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন পূজা উদযাপন পরিষদ ও ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ। 

আনন্দ শোভাযাত্রাটি টঙ্গীবাড়ী কেন্দ্রীয় শিব মন্দির থেকে শুরু হয়ে টঙ্গীবাড়ী বাজার হয়ে টঙ্গীবাড়ী কেন্দ্রীয় দুর্গা মন্দির হয়ে, টঙ্গীবাড়ী থানা হয়ে, পালপাড়া মন্দির হয়ে, টঙ্গীবাড়ী কেন্দ্রীয় শিবমন্দিরে এসে শেষ হয়। 


আনন্দ শোভাযাত্রা শেষে কেন্দ্রীয়  শিব মন্দিরে এক আলোচনা অনুষ্ঠিত হয়,আলোচনা অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

  • নিউজ ভিউ 3132