মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জেলা শিল্পকলার একাডেমি সংগীত প্রশিক্ষক, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী, সংগঠক ও সাংবাদিক মো. শহীদুল্লাহ শহীদ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। শনিবার সকালে খালইস্টের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর আগে তিনি ঘাসফুল নদী সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী, সুফিয়া সঙ্গীত বিদ্যালয় ও সৃজনী কচিকাঁচার মেলা ও মুন্সীগঞ্জ জেলা নাগরিক কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
তিনি অসংখ্য ভক্ত, গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন।
এদিকে, তার মৃত্যুতে মুন্সীগঞ্জ গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মুন্সীগঞ্জের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।