logo

শিরোনাম

মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদে শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদে শহীদ ওসমান হাদির স্মরণে দোয়া

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদে শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে বিশেষ দোয়া ও মুড়ি–বাতাসা বিতরণ করা হয়েছে।


শুক্রবার (২৬ ডিসেম্বর) পবিত্র জুম্মার নামাজ শেষে মুসল্লিদের অংশগ্রহণে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

photo

দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।


আয়োজকরা জানান, শহীদ ওসমান হাদির আদর্শকে ধারণ করেই এ আয়োজন করা হয়েছে।

photo

তারা বলেন, ওসমান হাদি তার নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন সাধারণ মানুষের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণের মাধ্যমে। সেই স্মৃতি ও আদর্শকে স্মরণ করে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং পরে মুসল্লিদের মাঝে মুড়ি ও বাতাসা বিতরণ করা হয়।


আয়োজকরা আরও বলেন, এই মানবিক ও ব্যতিক্রমী ঐতিহ্য সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে তারা আগ্রহী, যাতে সাধারণ মানুষের সঙ্গে রাজনীতির মানবিক সম্পর্ক আরও দৃঢ় হয়।

নয়াপাড়া যুব সমাজের এই ব্যতিক্রমী উদ্যোগকে উপস্থিত সাধারণ মুসল্লিরা আন্তরিকভাবে স্বাগত জানান। তারা বলেন, শহীদ ওসমান হাদি ছিলেন সত্যের কণ্ঠস্বর। যুবসমাজের মাঝে তিনি চিরকাল বেঁচে থাকবেন—এটাই সকলের

  • নিউজ ভিউ 648