
নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
জাহাঙ্গীর আলম : মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর সিঁড়ির নিচ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মাসুদা বেগম (৬২)।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মাঠে ফুটবল খেলতে গিয়ে দূর থেকে একজনকে শুয়ে থাকতে দেখে কয়েকজন শিশু। প্রথমে তারা বিষয়টিকে গুরুত্ব না দিলেও খেলা শেষে কাছাকাছি গিয়ে দেখে, ওই ব্যক্তি কোনো সাড়া দিচ্ছেন না। এরপর স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।