নিজিস্ব প্রতিনিধি : পঞ্চসার দারুস্ সুন্নাত ইসলামিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা গভর্নিং বডির সদস্য নির্বাচিত হলেন তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী আশরাফুল আলম রিফাত।
গত ২৯শে জুন রবিবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্টার কর্তৃক স্বাক্ষরিত এক অনুমতি পত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে।
আশরাফুল আলম রিফাত মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক এমপি ও মন্ত্রী জননেতা আব্দুল হাই ও বর্তমান মুন্সিগঞ্জ জেলা বিএনপি সদস্য সচিব মোঃ মহিউদ্দিনের ছোট ভাই পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন এর ছেলে।
আশরাফুল আলম রিফাত পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার গভর্নিং বডির সদস্য নির্বাচিত হওয়া প্রতিষ্ঠানটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও পঞ্চসার ইউনিয়নবাসীর পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়।
।