logo

শিরোনাম

ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জে ব্র্যাকের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২১ মে, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
ডেঙ্গু প্রতিরোধে মুন্সিগঞ্জে ব্র্যাকের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিনিধি  : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ ২১ মে ২০২৫ তারিখে মুন্সিগঞ্জ পৌরসভা, বিডি ক্লিন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে একটি সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা-ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ সংলগ্ন মুন্সিরহাট রোডের পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা ও ময়লা অপসারণের মাধ্যমে এ ক্যাম্পেইন শুরু হয়।

photo

পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন পৌরসভার ১০ জন পরিচ্ছন্নতা কর্মী, বিডি ক্লিন-এর ৫ জন স্বেচ্ছাসেবক, রেড ক্রিসেন্ট-এর ৫ জন স্বেচ্ছাসেবক এবং ব্র্যাকের ৫ জন প্রতিনিধি।


এই কার্যক্রমটি বাংলাদেশ সরকারের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (NMEP), সংক্রামক রোগ নিয়ন্ত্রণ (CDC), স্বাস্থ্য অধিদপ্তর (DGHS), রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR) এবং ব্র্যাক-এর যৌথভাবে বাস্তবায়নাধীন “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য” শীর্ষক সমন্বিত উদ্যোগের অংশ।

photo

এ কর্মসূচির অন্যতম লক্ষ্য হলো জলবায়ু-সংবেদনশীল রোগ প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সক্ষমতা গড়ে তোলা এবং কমিউনিটির অংশগ্রহণ নিশ্চিত করা।


পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হয় এবং এলাকাবাসীর মাঝে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাসা ও আশপাশ পরিষ্কার রাখা এবং প্রতিটি নাগরিককে ব্যক্তিগত ও পারিবারিকভাবে সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়।


ব্র্যাক বিশ্বাস করে, এ ধরনের সম্মিলিত উদ্যোগই জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর মতো মরণঘাতী রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।

  • নিউজ ভিউ 612