logo

শিরোনাম

সিরাজদিখানে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত!

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৬ মে, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
সিরাজদিখানে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত!

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।  

উপজেলা যুবদলের আহবায়ক সদস্য শেখ মোঃ শিফাতুল ইসলাম জনির আয়োজনে ও সভাপতিত্বে শুক্রবার বিকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও ব্রীজ সংলগ্ন স্থানে এ সভা অনুষ্ঠিত হয়।   সভায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে  সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।  


সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বিএনপি নেতা ইসরাফিল শেখ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন,সভার আয়োজক শেখ মোঃ শিফাতুল ইসলাম জনি। তিনি তার বক্তব্যে বলেন,মাদক দেশ ও জাতীর শত্রু। তাই মাদকের কোনো অবস্থান এ এলাকায় থাকবে না এবং কাউকে মাদক বিক্রি কিংবা কাউকে মাদক সেবন করতে দেওয়া হবে না। সর্বোপরি আমাদের যুবসমাজকে সুস্থ-স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত থাকবে। আজকাল মাদক নিয়ে কথা বলতে গেলে উল্টো যে কথা বলে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাকেই মাদকের সাথে জড়িয়ে দেওয়া হয়। তাই কেউ যাতে কাউকে মাদকের সাথে জড়িয়ে কোন রাজনৈতিক স্বার্থ হাসিল করতে না পারে সে দিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার পাশাপাশি মাদক নির্মূলে  থানা পুলিশকে সার্বিক সহযোগীতার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি। এছাড়া সভায় আরো বক্তব্য রাখেন, রশুনিয়া ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস শেখ, রশুনিয়া ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার সরদার, রশুনিয়া ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আতাহার হোসেন। এসময়  স্থানীয়  রহিম হাজী, ফারুক শেখ, আলমগীর শেখ, জাহাঙ্গীর শেখ, জাকির শেখ, মোখলেছ শেখ, যুব সমাজকল্যাণ সংঘের নাজমুল, মো. জামান শেখ ও রেজাউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

  • নিউজ ভিউ 639