পঞ্চসার ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মুক্তার হোসেন ও তার ছোটভাই দিদার হোসেন কে সন্ত্রাসী আখ্যায়িত করে গত রবিবার কালের ছবি ও মুন্সীগঞ্জের সময় অনলাইন পোর্টালে একটি সাক্ষৎকার দেন শফিউদ্দিন নামে এক যুবক ।
তিনি সেখানে তার বক্তব্যে পঞ্চসার ইউনিয়নের ৬নং ওর্য়াডের সাবেক ইউপি সদস্য মুক্তার হোসেন ও তার ছোট ভাই দিদার হোসেনকে সন্ত্রাসী আখ্যায়িত করে কুরুচিপূন বক্তব্য দেন যা আমাদের দৃষ্টি গোচর হয়।
প্রকৃতপক্ষে আমরা এলাকায় কোন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত না। এলাকায় আমরা একজন ব্যবসায়ী ও সমাজসেবক হিসাবে পরিচিত । আমাদের সুনামক্ষুন্ন করতে অশোভনীয় বক্তব্য দেন শফিউদ্দিন।
প্রকৃত পক্ষে শফিউদ্দিন এর ভাইদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শনিবার এলাকায় স্থানীয় গন্যমান্যদের উপস্থিতিতে জমি জমা ভাগ বন্টন নিয়ে শালিস বৈঠক হয়। ঐ বৈঠকে সফি উদ্দিনের নেত্বিত্বে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিভিন্ন অনলাইনে শফিউদ্দিন নামে সংবাদ প্রকাশিত হয় ।
সে বিষয়ে শফি উদ্দিন রবিবার মুক্তার হোসেন ও আমার ছোট ভাই দিদার হোসেনকে জড়িয়ে কালের ছবিতে ও মুন্সীগঞ্জের সময়ে বক্তব্য প্রদান করেন। যা শফি উদ্দিনের মনগড়া বক্তব্য। আমি উক্ত বক্তব্যে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
পঞ্চসার ইউনিয়নের গোপালরায়ের দিঘিরপার এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে হামলার ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় শফিউদ্দিন এর বিরুদ্ধে একটি মামলা হয়। সে মামলায় পড়ে এখন আমাদের জড়িয়ে নানা ধরনের অসত্য বক্তব্য প্রদান করছেন। যা নিন্দনীয় বটে। আমাদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে শফিউদ্দিন এর সাথে কোন বিরোধ নেই। ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে আমাদের নাম জড়ানো হচ্ছে। আমাদের নামে সন্ত্রাসী আখ্যায়িত করে যে বক্তব্য প্রচারিত হয়েছে আমরা এই বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানাই।