logo

শিরোনাম

মুন্সীগঞ্জের এসএসসি পরীক্ষা শুরু আগামীকাল , এবার পরীক্ষার্থী ১৬৬৩২জন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ০৯ এপ্রিল, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জের এসএসসি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ১৬৬৩২

জাহাঙ্গীর আলম :
আগামীকাল  বৃহস্পতিবার থেকে  এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। মুন্সীগঞ্জে এবারের এসএসসি পরীক্ষায় মোট ১৬হাজার ৬৩২জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

photo

 

 

তারমধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা  ১৪হাজার ১১১জন। কারিগরি  ভোকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা  ১হাজার ১৪৬জন। দাখিল পরীক্ষার্থীর সংখ্যা  ১হাজার ৩৭৬জন।

 

এবারের এসএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জ মুন্সিগঞ্জ জেলায় জুরে মোট মূল কেন্দ্রের সংখ্যা ৩০টি যার মধ্যে মুন্সিগঞ্জ সদরে এসএসসি মূল কেন্দ্র ৩টি, দাখিলের 
কেন্দ্রে ১টি কারিগরি ও ভোকেশনালে কেন্দ্র ২টি ,  টঙ্গিবাড়ী উপজেলায় এসএসসির ১টি ভোকেশনাল ১টি, সিরাজদিখান উপজেলায় এসএসসির কেন্দ্র ৪টি দাখিলের ১টি, কারিগরি ভোকেশনালের ২টি,শ্রীনগর উপজেলায় এসএসসি ৩টি দাখিল ১টি ভোকেশনাল  ১টি , লৌহজং উপজেলায়এসএসসি ২টি দাখিল ১টি ভোকেশনাল ১টি, গজারিয়া উপজেলায় এসএসসি ২টি দাখিল ১টি ভোকেশনাল ১টি মূল কেন্দ্র রয়েছে ।  

 

জেলায়  এসএসসির পরীক্ষার  মূল কেন্দ্র মোট  ১৭ টি যার মধ্যে রয়েছে কাজী কমর উদ্দিন গভ: ইনস্টিটিউশন , আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্রমোহন গভ. গার্লস হাই স্কুল,বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়,টঙ্গী বাড়ির পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বালিগাঁও উচ্চ বিদ্যালয়, দিঘীরপাড় অভয় চরণ বিদ্যানিকেতন , রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়, রায় বাহাদুর শ্রীনাথ ইনস্টিটিউশন, আদর্শ উচ্চ বিদ্যালয় কুচিয়ামরা ,ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় , শ্রীনগর সরকারি সুফিয়া আব্দুল হাই খান উচ্চ বিদ্যালয়।  

 


এসএসসি দাখিল পরীক্ষার   মূল ৫টি কেন্দ্রের মধ্যে রয়েছে   পঞ্চসার দারুস সুন্নাত ইসলামিয়া ফাজিল মাদ্রাসা,ইসলামপুর কামিল মাদ্রাসা, দয়াহাটা গাউসুল আযম জিলানিয়া দাখিল মাদ্রাসা , মশদগাঁও এ এল কে আলিম মাদ্রাসা ,  গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা।  

 

এসএসসি ভোকেশনাল ও কারিগরি শিক্ষার্থীদের  ৯টি মূল কেন্দ্রের মধ্যে হয়েছে 

 

মুন্সিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,

 টঙ্গীবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়, সিদ্দিক আকবর ফাউন্ডেশন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কুকুটিয়া কে কে ইনস্টিটিউশন, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, হোসেন্দী বহুমুখী উচ্চ বিদ্যালয়, গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, মুন্সিগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ।

 

মোট ৩০টি কেন্দ্রের মাধ্যমে এসএসসি ২০২৫ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

 

এসব তথ্য জেলা শিক্ষা অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে। 
জেলা শিক্ষা অফিসার মো: ইসমাইল হোসেন বলেন,  বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। এ বিষয়ে সকল ধরণে প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
এরই মধ্যে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছেন অভিভাবকরা বলছেন এবারের পরীক্ষায় একটু ভিন্ন রকম হবে তবে আশা করি শেষ পর্যন্ত যেন ভালোভাবে পরীক্ষা সম্পন্ন হয়।  

  • নিউজ ভিউ 630