নিজস্ব প্রতিবেদক: সুইজারল্যান্ডের মেগাসিটি জুরিখ শহরের প্রাণকেন্দ্র বুরলিংগার ষ্ট্রাসে সুইজ-বাংলাদেশ ইউনাইটেড কমিউনিটির ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ০৬ এপ্রিল (রবিবার) ঈদ পরবর্তী এই আনন্দ মেলা পরিণত হয় বাঙালির মিলন মেলায়। দল-মত-জাতি গোষ্ঠীর কোন ভেদাভেদ ছিলো না এই আনন্দমেলায়। সকলের অংশগ্রহণে কমিউনিটির ঈদ আনন্দ মেলা রূপ নেয় একখণ্ড বাংলাদেশের।
প্রবাসী নারীদের তৈরি করা পিঠা, মিষ্টি, দই ও বিভিন্ন ফলের সালাদ সহ বাংলাদেশী নানান খাবারের সাথে ইউরোপীয় খাবারের সুন্দর এক মেল-বন্ধন তৈরি হয় ঈদ আনন্দ মেলায়। এ যেন সুইজ-বাংলা রেসিপি নামকরণের দাবী রাখে।
দুপুর একটা থেকে রাত ৭ টা পর্যন্ত গল্প আড্ডায় স্বপরিবারে মুখরিত আনন্দময় সময় কাটান প্রবাসীরা। ছোট শিশুদের জন্য ছিল নানান রকমের খেলাধুলার আয়োজন। এ যেন ঈদ আনন্দের সফল ও স্বার্থকতার বার্তা এনে দেয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন কমিউনিটির সভাপতি মোক্তার মোল্লা, সহ-সভাপতি আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন। বয়োজ্যেষ্ঠদের মধ্যে ছিলেন হারুন বেপারী, ইসলাম, লিটন হাওলাদার, মামুন খান, খান শরীফ, সালাউদ্দিন বেপারী, ওয়াহিদ হোসেন রানা, ববি, সিমন, রবিন, অরেঞ্জ সহ অনেকে।
সংগঠনের নেতৃবৃন্দের দায়িত্বশীলতায় মিলন মেলাটি সুন্দর ও সুষ্ঠুভাবে শেষ হয়। ঈদ আনন্দমেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোফাজ্জল মল্লিক সাজিল, ইকবাল মোল্লা, মাহফুজ শিকদার, নজরুল মোল্লা, ওবায়দুর রহমান মিঠু, হুমায়ুন কবির, অপু খান, মিজান শাহিন, সাজ্জাদ হোসেন বাপ্পি, মো. শাহিন মিয়া, সেরু মল্লিক, নজরুল মল্লিক, রুনু আক্তার, মিজানুর রহমান তারা, শামসুদ্দিন তালুকদার, হাসান তালুকদার, তুষার তালুকদার, সাহিন তালুকদার সহ অনেক।
সমীর কুমার রায় (স্বপন) এবং যুবায়ের আহম্মেদ জুয়েল সহ অনেকের সহযোগিতা অনুষ্ঠান কে সুন্দর করে তোলে। দূর ক্যান্টনের আগত অতিথিদের মধ্যে ছিলেন ইসমাইল হোসেন কাউসার, হাজী রফিকুল ইসলাম, ভাস্কর, বাবুল সরকার।