নিজস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের রামপালে আদর্শ রক্তদান সংস্থা, সুমনা হাসপাতাল ও ভিশন আই কেয়ার সেন্টার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে রক্তের গ্রুপ
নির্ণয় ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মিল্কিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
শনিবার সকালে এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. নামজুল হাসান রন্টি,
মো: মাইনউদ্দিন পুস্তি, ভিশন আই কেয়ার সেন্টারের পরিচালক ফারজান
সুমন, ব্যবসায়ী মো: আলমগীর হোসেন, মো: মনির হোসেন মন্ডল, মো:
মনির হোসেন, মুন্সীগঞ্জ জেলা লেখক ফোরামের সাধারণ সম্পাদক মাহবুব
আলম জয়, আদর্শ রক্তদান সংস্থার উপদেষ্টা মো: আবু কালাম,সাবেক
সভাপতি মো: সোহাগ হোসেন, সদস্য শেখ মনিরুজ্জামান লিটন ও আ:
কুদ্দুস মন্ডল সহ অন্যরা।
এ সময় ডা. নাজমুল হাসান রন্টিসহ ৬ জন ডাক্তার দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
।