logo

শিরোনাম

মুন্সীগঞ্জে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নির্বাচন সভাপতি- বুলবুল ,সম্পাদক- গিয়াশ উদ্দিন

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
সভাপতি- বুলবুল ,সম্পাদক- গিয়াশ উদ্দিন

তুষার আহাম্মেদ -  বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি মুন্সীগঞ্জ জেলার ২০২৫-২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হন মো. বুলবুল হোসেন মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে এস.এম গিয়াশ উদ্দিন নির্বাচিত হয়েছেন । তবে মোট ভোটার ছিলো ৬৮ জন।  


শনিবার (১৮জানুয়ারি) মুন্সীগঞ্জ শহরের কাচারীর এলাকায় রয়েল পার্টি কমিউনিটি সেন্টারে ভূমি অফির্সাস কল্যাণ সমিতির নির্বাচনের ভোট বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর আড়াইটার পর্যন্ত গ্রহন হয় ।  


পরে ৩ টার দিকে প্রধান নির্বাচন কমিশনার রেজাল্ট ঘোষনা  করেন। এতে সভাপতি পদে মো. বুলবুল হোসেন মোল্লা ৩৭ ভোট পান। সাধারণ সম্পাদক পদে এস.এম গিয়াশ উদ্দিন ৩৫ ভোট পান।  

  • নিউজ ভিউ 324