logo

শিরোনাম

সংগঠক সমর কুমার ঘোষ‘র স্মরণ সভা অনুষ্ঠিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৮ জানুয়ারী, ২০২৫ | সময়ঃ ১২:০০
photo
সংগঠক সমর কুমার ঘোষ‘র স্মরণ সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: জেলার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম নেতা স্বর্গীয় সমর কুমার ঘোষ‘র স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।  

 

সভার আয়োজন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সিগঞ্জ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ ও সার্বিক তত্বাবধানে ছিলেন কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির পরিচালনা কমিটি।  

 

কেন্দ্রীয় জয় কালীমাতা মন্দির পরিচালনা কমিটি সভাপতি পবিত্র শংকর চ্যাটার্জি কাজল‘র সভাপতিত্বে ও মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল এর সঞ্চালনায় এই স্মরণ  সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- 

 

মুন্সিগঞ্জ জেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক স্বপন কুমার মোদক, মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বাবু বলরাম বাহাদুর, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি বাবু অভিজিৎ দাস ববি ও সাবেক সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, লৌহজং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অলক মিত্র।

 

আরও বক্তব্য রাখেন- সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদার, মুন্সিগঞ্জ পৌরসভা পুজা  উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, টঙ্গীবাড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কেশব ঘোষ, লৌহজং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ কুমার সিংহ অমিত, গজারিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ চক্রবর্তী, জেলা পুজা উদযাপন পরিষদ আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের  সাবেক সভাপতি গোবিন্দ দাস পোদ্দার, জেলা পুজা উদযাপন পরিষদ আহবায়ক কমিটির সদস্য উত্তম বণিক, বিমল পাল, রনজিৎ দেবনাথ।

 

মুন্সিগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, সিরাজদিখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, মুন্সিগঞ্জ সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খোকন পোদ্দার, মুন্সিগঞ্জ পৌরসভা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন লাল, মীরকাদিম পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উমাশঙ্কর সরকার, টঙ্গীবাড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ বাবু, গজারিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ রাজবংশী, সিরাজদিখান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিমল দাস, শ্রীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তাপস দাস, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা রঞ্জিত মল্লিক, কার্যকরী সদস্য স্বপন রায়, টঙ্গীবাড়ী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক গণেশ দেবনাথ ও সদস্য সচিব নারায়ণ চৌধুরী টিটু।

 

অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন- শ্রী শ্রী কেন্দ্রীয় জয় কালী মাতা মন্দিরের কোষাধাক্ষ জহর লাল চৌধুরী, সহ-সভাপতি সাধন দাস, টিটু দে, রানা দাস, বিপুল রায় মনা, পলাশ দাস, খোকন মজুমদার, মৃত্যুঞ্জয় তালুকদার, মুন্সিগঞ্জ জেলা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজল সাহা, সুজন দেবনাথ, সহ-সভাপতি দীপ্তেন  সূত্রধর, রাজীব পাল রনি, সবুজ দেবনাথ, শিমুল দে অন্যান্য নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে সংগঠক সমর কুমার ঘোষের সহধর্মিণী মিনা ঘোষ, তার ছোট বোন বিউটি রায়, একমাত্র সন্তান মৌ সান্যাল তার স্বামী  জিতু সান্যাল উপস্থিত ছিলেন।

 

স্মরণ সভা বক্তারা, স্বর্গীয় সমর কুমার ঘোষের সাংগঠনিক দক্ষতা ও বিভিন্ন জড়ালো পদক্ষেপ নিয়ে স্মৃতিচারণ করেন। তুলে ধরেন তার সাংগঠনিক দুর্দশীতার কথা। তিনি তার জীবনে মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মুন্সিগঞ্জ ও কেন্দ্রীয় শ্রী শ্রী জয়কালী মাতা মন্দির পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলে।

 

  • নিউজ ভিউ 351