logo

শিরোনাম

মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী তথ্যমেলা উদযাপিত

নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি ডেস্ক
প্রতিবেদন প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৪ | সময়ঃ ১২:০০
photo
মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী তথ্যমেলা উদযাপিত

নিজস্ব প্রতিনিধি : মুন্সীগঞ্জে ১৭ ডিসেম্বর মঙ্গলবার  “তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো” প্রতিপাদ্যে আজ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে এবং মুন্সীগঞ্জ জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে তথ্যমেলা অনুষ্ঠিত হয়েছে।  

 

দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপারেশনস্) মোহাম্মদ ফিরোজ কবির, ডা. মো. জসিম উদ্দিন, সনাক সভাপতি মোঃ ফজলুর রহমান ও অন্যান্য অতিথিবৃন্দ এবং সকলে দুর্নীতিবিরোধী স্বাক্ষরতা অভিযানে স্বাক্ষর করেন।

 

মেলায় মুন্সীগঞ্জের জেলা ও উপজেলা পর্যায়ের সেবাদানকারী সরকারি-বেসরকারি দপ্তর থেকে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও নাগরিক তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে ধারনা ও প্রয়োজনীয় তথ্যসেবা গ্রহন করেন।

 

 উদ্বোধনী অনুষ্ঠানে শেষে জাতীয় সংগীত ও টিআইবি’র থিম সং পরিবেশনার পর ‘স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, মেডিকেল অফিসার ডা. মো. জসিম উদ্দিন ভূইয়া প্রত্যেকে তথ্য অধিকার আইন নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান। সভার সভাপতি তথ্যের অবাধ প্রবাহ ও এর ফলে জনগণের ক্ষমতায়নের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার আহ্বান করেন সনাক সভাপতি মোঃ ফজলুর রহমান। আলোচনার উদ্বোধনী বক্তা ও মুন্সীগঞ্জের তথ্যমেলা-২০২৪ উদযাপন কমিটি’র আহ্বায়ক সনাক সদস্য শহিদ-ই-হাসান তুহিন, মুন্সীগঞ্জের রামপাল কলেজের অধ্যক্ষ ও সনাক সদস্য মোঃ জাহাঙ্গীর হাসান, ইয়েস দলনেতা সিফাত আক্তার প্রমুখ।  

 

তথ্য অধিকার আইন বাস্তবায়নে স্ব-প্রণোদিত তথ্য প্রকাশের গুরুত্ব উল্লেখ করে অংশগ্রহণকারি দপ্তরের কর্মকর্তাদের নাগরিকদের তথ্য প্রদানের জন্য আহ্বান করেন। স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্যের গোপনীয়তার সংস্কৃতি বাদ দিয়ে সকলকে তথ্য অবমুক্তকরনের আহ্বান জানান সভার আলোচক ও টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মোঃ আতিকুর রহমান।

 

 

বিকালে মেলায় পাসপোর্ট অফিসের বিভিন্ন সেবা নিয়ে গণশুনানিতে অংশগ্রহণকরেন তিনশতাধিক নাগরিক। তাদের সকল প্রশ্নের উত্তর প্রদান করেন মুন্সীগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মোঃ কামাল হোসেন ভূইয়া। সনাক সদস্য শুভংকর বিশ্বাসের সঞ্চালনা ও সনাক সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে গণশুনানি অনুষ্ঠিত হয়। মেলায় নাগরিকদের তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ ও তথ্য প্রাপ্তিতে সহায়তা করছে টিআইবি’র সনাক, ইয়েস ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সেচ্ছাসেবক সদস্যরা। মেলার বিশেষ আকর্ষণ দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা। মেলায় তরুণদের তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে দুর্নীতিবিরোধী কুইজে অংশগ্রহণ করে প্রায় চারশত শিক্ষার্থী। মেলা চলাকালে দর্শনার্থীদের তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ শেখানো ও তথ্য প্রাপ্তিতে সহায়তা প্রদান করেন ইয়েস গ্রুপের সদস্যরা।
মেলা শেষে তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী নাগরিকদের তথ্যসেবা প্রদান ও সক্রিয় অংশগ্রহণের জন্য শুভেচ্ছা স্মারক ও সর্বোচ্চ তথ্যসেবা প্রদানকারি দপ্তরদের মাঝে পুরস্কার তুলে দেন মুন্সীগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, সনাক সভাপতি ও অতিথিরা। তথ্যমেলা উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সনাক, ইয়েস ও এসিজি সদস্য, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় দুই হাজার নাগরিক অংশগ্রহণ করেন।

  • নিউজ ভিউ 414